বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » কপিলমুনির হাউলী গ্রামের মানুষ আজও বিদ্যুতের আলো বঞ্চিত!
কপিলমুনির হাউলী গ্রামের মানুষ আজও বিদ্যুতের আলো বঞ্চিত!
কপিলমুনির হাউলী গ্রামের মানুষ আজও বিদ্যুতের আলো বঞ্চিত!
এম আজাদ হোসেন, কপিলমুনি ঃ কপিলমুনি শহর দেশের অন্যতম শীর্ষ মফঃস্বল বানিজ্যিক স্থান হিসাবে স্বীকৃত। পৌরসভার সব উপাদান এখানে বিদ্যমান থাকায় সংগত কারনেই কপিলমুনিকে পৌরসভা ঘোষণার এখন সময়ের দাবী। আর এই যৌক্তিক দাবী বিবেচনায় স্থানীয় এমপি এড. শেখ মোঃ নূরুল হক পৌরসভা বাস্তবায়নের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলতি বছরের প্রথম দিকে এল জি আর ডি মন্ত্রনালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌরসভার সীমানা নির্ধারণ পরিমাপের জন্য একটি স্বারক চিঠিও প্রেরিত হয়। সে হিসাবে কপিলমুনি পৌরসভা বাস্তবায়নের বিষয়টা সরকার গুরুত্বের সাথে দেখছে। তবে গুরুত্বপূর্ন এই স্থানটির কোল ঘেঁষে গড়ে ওঠা হাউলী গ্রামটি এখনো রয়েছে অন্ধকারে। বৈদ্যুতিক সুবিধা না থাকায় নিকাষ কালো আঁধারে থাকতে হয় গ্রামের শত শত মানুষের। শত শত শিক্ষক, শিক্ষার্থী, চাকুরীজীবী, আর কর্মচঞ্চল মানুষে ঠাসা এ গ্রামটি। সূর্য অস্ত চলে গেলেই এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। যার কারণে আইন শৃংঙ্খলার অবনতি ঘটে হরহামেশায়। ২০২১ সালের মধ্যে ভিষন বাস্তবায়নের আওতায় অবহেলিত গ্রামটি পড়বে কিনা তা নিয়ে চিন্তিত গ্রামবাসী। কেননা গ্রামটির বিদ্যুতায়নের জন্য ২০০৪ সালে তৎকালিন এম পি অধ্যক্ষ শাহ মোহাম্মাদ রুহুল কুদ্দুস কর্তৃক সুপারিশকৃত ৩৯ জন স্বাক্ষরিত গ্রামবাসীর একটি দরখাস্ত পাইকগাছা সদরে পল্লী বিদ্যুৎ দপ্তরে প্রেরীত হলেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পরবর্তিতে ২০১৪ সালে বর্তমান এম পি এড. শেখ মোঃ নুরুল হকের নিকট থেকে সুপারিশকৃত আরও ৭৯ জন স্বাক্ষরিত একটি দরখাস্ত পাইকগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জমা দিলেও টনক নড়েনি তাদের। তাই বাধ্য হয়েই এ গ্রামের একাংশের কিছু নি¤œ ও মধ্যবিত্ত মানুষ নিজেদের কষ্টার্জিত এক লাখ সাতাত্তর হাজার টাকা খরচ করে নাসিরপর খালের পাশ হতে মেইন লাইন থেকে গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদ পর্যন্ত পাঁচটি পোলের সাহায্যে তার এনে গ্রামের আংশিক এলাকায় বিদ্যুতায়ন করে। আর এ মসজিদ থেকে খোলা গ্রাম পর্যন্ত সিংহ ভাগ এলাকা বিদ্যুৎবিহীন থাকায় গ্রামবাসীর নিদারুন কষ্ট পোহাতে হচ্ছে। বিদ্যুতায়নের জন্য জনগনের একটি টাকাও খরচ হবেনা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা এমন ঘোষনা করলেও পল্লী বিদ্যুতের কর্তা ব্যক্তিরা সেটা থোড়াই কেয়ার করেনি বলে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কপিলমুনির গুরুত্বের কথা বিবেচনা করে এখানকার অর্থনৈতিক জোন হিসাবে পরিচিত গ্রামটির সর্বত্রই বিদ্যুতায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ মাননীয় এম পি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী গ্রামবাসী।