বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় আশার অর্ধ-বার্ষিক সমন্বয় সভা
মাগুরায় আশার অর্ধ-বার্ষিক সমন্বয় সভা
মাগুরা প্রতিনিধি :
মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র মিলনায়তনে মঙ্গলবার দুপুরে বে-সরকারি উন্নয়ন সংগঠন আশার শাখা ম্যানেজারদের নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আশার জেলা ম্যানেজার মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশার ঢাকা অফিসের যুগ্ম পরিচালক মোঃ সাদেক আব্দুল্লাহ, কুষ্টিয়ার বিভাগীয় ব্যবস্থাপক গকূল চন্দ্র দাস, কুষ্টিয়ার অতিরিক্তবিভাগীয় ব্যবস্থাপক এস এম আবু দাউদ। সভায় আশার ২৯টি শাখা ম্যানেজার অংশ নেন।
সভায় জানানো হয়, ১৯৯৫ সাল থেকে এ প্রতিষ্ঠানটি জেলার সদস্যদের মধ্যে ঋণদান কর্মসূচী, কুটিরশিল্প, মৎস্য চাষ, সবজিচাষ, মৌসুমী ফসল, গোবাদী পশুপালনের জন্য ঋন দানসহ নিজস্ব অর্থায়নে সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে ছাত্র-ছাত্রীদের ঝরেপড়া রোধ কল্পে প্রাক-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ, স্যানিটেশন সুবিধা, বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, চক্ষু শিবির, ভার্মি কম্পোষ্ট, ফিজিও থেরাপি ক্যাম্প কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও নিজস্ব ক্যাম্পাসে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ম্যাটস, চক্ষু হাসপাতাল কার্যক্রম পরিচালনা করে আসছে। মাগুরা আশা অফিস এ অর্ধ-বার্ষিক সভার আয়োজন করে।