শনিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » তমালিকা ভদ্র এর কৃতিত্ব
তমালিকা ভদ্র এর কৃতিত্ব
এস ডব্লিউ নিউজ।
তমালিকা ভদ্র ২০১৮ সালের খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে স্মাতক (B.SC in Agricultural) পরীক্ষায় সিজিপিএ ৩.৮৭, পেয়ে প্রথম বিভাগে প্রথম হয়েছে। তার কৃতিত্বের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সকল শিক্ষক ও শিক্ষিকাগণের নিকট চির কৃতজ্ঞ। সে ২০১৪ সালে এইচ,এস,সি পরীক্ষায় A+, ২০১২ সালে এস,এস,সি পরীক্ষায় গোল্ডেন A+, ২০০৯ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি ও ২০০৬ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছিল। তার পিতা পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের শ্যাম সুন্দর ভদ্র (কর্মকার) স্বর্ণ ব্যবসায়ী ও মাতা জ্যোৎন্সা ভদ্র একজন সু-গৃহিনী এবং ঠাকুরদাদা শৈলেন্দ্র নাথ ভদ্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের আর্শীবাদ প্রার্থী।