শনিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » মাগুরা বিনা মসুর নিয়ে কৃষক মাঠ দিবস
মাগুরা বিনা মসুর নিয়ে কৃষক মাঠ দিবস
মাগুরা প্রতিনিধি :
উচ্চ ফলনশীল স্বল্প মেয়াদী বিনা-মসুর-৮ ও ১০ -এর সম্প্রসারণ উপলক্ষে কৃষক মাঠ দিবস শুক্রবার বিকেলে মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গি গ্রামে অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে। মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান চৌহানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-কৃষি মন্ত্রাণালয়ের পরিদর্শন কর্মকর্তা শেখ মোঃ আনসার আলী। বিশেষ অতিথি ছিলেন-যথাক্রমে বিনা প্রধান কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুজ্জামান ও বিনা উপকেন্দ্রে মাগুরার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ সম্পা রানী ঘোষ। বক্তব্য রাখেন-স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ পাল, কৃষক আক্কাস খান ও নিরোদ বিশ্বাস।
মাঠ দিবসের আলোচনা সভায় বিনা কর্মকর্তারা জানান, বিনা উদ্ভাবিত ৮ ও ১০ জাতের মসুরি’র রোগ বালাই কম হয় এবং প্রচলিত সাধারণ জাতের চেয়ে ফলন প্রায় দ্বিগুন। এছাড়া সাধারণ জাতের চেয়ে বিনা ৮ ও ১০ জাতের মসুরি’র জীবনকাল কম হওয়ায় একই জমি থেকে কৃষকরা সহজে একটি বাড়তি ফসল ঘরে তুলতে পারেন। আলোচনা সভা শেষে কৃষি কর্মকর্তারা আক্কাস খানের জমিতে চাষ হওয়া বিনা-৮ জাতের মসুর ক্ষেত পরিদর্শন করেন।