বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » মাগুরা পাঠশালা শিশু স্কুলে বার্ষিক ক্রীড়া
মাগুরা পাঠশালা শিশু স্কুলে বার্ষিক ক্রীড়া
মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের অন্যতম শিশু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালা স্কুলের বার্ষিক ক্রীড়া বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে । বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এ ক্রীড়ানুষ্ঠানে অংশ নেয়। প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ হাসি কুরির সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিমল কৃষ্ণ বিশ্বাস প্রমুখ ।
প্রতিষ্ঠান প্রধান হাসি কুরি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি। ক্রীড়ানুষ্ঠানে ১৮টি ইভেন্টে প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষাথী খেলাধুলায় অংশ নেয় । আগামী শুক্রবার প্রতিষ্ঠান প্রাঙ্গনে ক্রীড়ানুষ্ঠানে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে ।