বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » দাকোপে কৃষকদের মাঝে সার-বীজ ও উপকরন বিতরন
দাকোপে কৃষকদের মাঝে সার-বীজ ও উপকরন বিতরন
দাকোপে কৃষকদের মাঝে সার-বীজ ও উপকরন বিতরন
দাকোপ(খুলনা)প্রতিনিধি
রবি ফসল মৌসুমে সরকারের প্রনোদনা কর্মসূচীর আওতায় দাকোপে কৃষকের মাঝে সার বীজসহ কৃষি সামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। অনুষ্ঠানে ১১৫ জন কৃষকের মাঝে গম, ভূট্রা, মুগের বীজ ও সার বিতরন করা হয়। এর মধ্যে ১০০ কৃষককে জনপ্রতি ২ কেজি ভূট্রা, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫ জনকে ২০ কেজি গম, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি এবং ১০ জন কৃষকের মাঝে ৫ কেজি মুগবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি হারে এমওপি সার বিতরন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোসাদ্দেক হোসেনসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।