রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় চিংড়ি ঘের থেকে ৩২টি গ্রেনেড উদ্ধার
পাইকগাছায় চিংড়ি ঘের থেকে ৩২টি গ্রেনেড উদ্ধার
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার চিংড়ি ঘের থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩২টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের পূর্ব বিলে সবুর সরদারের ছেলে কামাল হোসেন রোববার সকাল ১০টার দিকে কয়েকজন শ্রমিক চিংড়ি ঘেরে মাটি কেটে বাঁধ দেওয়ার সময় কাঁঠের বক্সের মধ্যে ৩২টি গ্রেনেড দেখতে পায়। ঘটনাটি থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেডগুলো উদ্ধার করে। রোববার সকাল ১০টার দিকে শ্রমিকরা চিংড়ি ঘেরের বাঁধ দেওয়ার সময় মাটি কাটার সময় প্রায় ১ ফুট মাটির নিচে ৩২টি গ্রেনেড দেখতে পায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাবের বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়। দুপুরের দিকে বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত গ্রেনেডগুলো পরীক্ষা-নিরিক্ষা করে। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, উদ্ধারকৃত গ্রেনেডগুলো কতদিনের পুরাতন এবং কি কারণে রাখা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে।