সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » দাকোপে র্যাবের হাতে অস্ত্র গুলিসহ বনদস্যু আটক
দাকোপে র্যাবের হাতে অস্ত্র গুলিসহ বনদস্যু আটক
দাকোপ প্রতিনিধি
র্যাব-৬ খুলনা এর একটি টিম দাকোপের বারুইখালী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে কামরুল ইসলাম মোড়ল (৩৯) নামের এক বনদস্যকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী পাইপগান ও ৭ রাউন্ড বন্দুকের কার্তুজ উর্দ্ধার করেছে।
দাকোপ থানা পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় র্যাব-৬ খুলনার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলা সদর পানখালী ইউনিয়নের বারুইখালী গ্রামের পোদ্দারগঞ্জ ফেরীঘাট সংলগ্ন এলাকায় এক বনদস্যু আগ্নেয় অস্ত্রসহ ঘোরা ফেরা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৬ তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা জেলার কয়রা উপজেলার আটরা গ্রামের মঈনউদ্দিন মোড়লের পুত্র বনদস্যু কামরুল ইসলাম মোড়লকে আটক করে। পরে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী পাইপগান, ৭ রাউন্ড বন্দুকের কার্তুজ, কিছু দেশলাই ও বেশ কয়েক প্যাকেট ডারবি ব্যান্ডের সিগারেট উর্দ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে অস্ত্র আইনে দাকোপ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। যা দাকোপ থানার মামলা নং-৬।