মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিবিধ » দাকোপে রূপান্তরের উদ্যোগে ‘নাগরিক সংলাপ’
দাকোপে রূপান্তরের উদ্যোগে ‘নাগরিক সংলাপ’
দাকোপ প্রতিনিধি।
দাকোপ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত ‘নাগরিক সংলাপে’ সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুভদ্রা সরকার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মাহাবুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ ম-ল ও সম্পাদক জিএম রেজা। শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল প্রোগ্রাম অফিসার রুবাইয়াৎ হাসান, মনিটরিং কো-অর্ডিনেটর মোঃ রবিউল ইসলাম, জেলা সমন্বয়কারী অনুপ কুমার রায়। সংলাপে অংশ নেন শিক্ষক, সুশীলসমাজের প্রতিনিধি, সংবাদকর্মী, নারী নেত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ। উক্ত সংলাপে দাকোপের নদী ভাঙন, নির্মানাধীন বাঁধ নির্মানের নানা সমস্যা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষাখাতসহ বিভিন্ন সমস্যা এবং তার উত্তোরণের জন্য অংশগ্রহনকারিরা তাদের নিজস্ব অভিমত সরাসরি ব্যক্ত করেন।