শুক্রবার ● ১ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোটার হব, ভোট দেব’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত
ভোটার হব, ভোট দেব’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত
এস ডব্লিউ নিউজ: ভোটার হব, ভোট দেব’ এই প্রতিপাদ্য নিয়ে দেশে প্রথম বারের মতো সারাদেশের ন্যায় খুলনা জাতীয় ভোটার দিবস, ২০১৯ পালিত হয়। দিবসটি পালন উপলক্ষেখুলনা আঞ্চলিক নির্বাচন অফিস ১ মার্চ শুক্রবার সকালে শহীদ হাদিস পার্কে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনাসিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।প্রধান অতিথি মেয়র তালুকদার আব্দুলখালেকবলেন, আঠারো বছর হলেই সকলকেভোটার হতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ভোটারের গুরুত্ব অপরিসীম। ভোটার হওয়ারমাধ্যমে একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করে।ভোটার না হলে মানুষের জীবন অসম্পূর্ণ থেকে যায়। ভোটার হওয়ার জন্য ভোটারদেরসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালেরআগেই দেশ উন্নয়শীল রাষ্ট্রে পরিণত হবে। এজন্য যার যার অবস্থান থেকে কাজ করেযেতে হবে। আগামী দুই মাসের মধ্যে খুলনাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। খুলনাকেএকটি পরিস্কার-পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত করতে তিনি নগরবাসীর সহযোগিতাকামনা করেন।খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেনেরসভাপতিত্বে অনুষ্ঠানেবিশেষ অতিথি ছিলেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনারমোঃ এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুর আলম সিদ্দিক, শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ জাফর ইমাম এবং রূপান্তরেরনির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। স্বাগত জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তামোঃ ইউনুচ আলী।অনুষ্ঠানে মেয়র ভোটার নিবন্ধন ও ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্র বিতরণ
করেন।এর আগে মেয়রের নেতৃত্বে শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়েবিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্নসরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের প্রধান ও শিক্ষার্থীসহ শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন