মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ওবায়দুল কাদেরকে ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত আগামী সপ্তাহে
ওবায়দুল কাদেরকে ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত আগামী সপ্তাহে
এস ডব্লিউ নিউজ।
জীবন শঙ্কা নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। চিকিৎসকরা তার ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে অপারেশন করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে সেখানকার চিকিৎসক ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক আবু নাসের রিজভী মঙ্গলবার জানিয়েছেন এই তথ্য।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয়াদি মঙ্গলবার দুপুরে হাসপাতালে ব্রিফ করে ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি গণমাধ্যমে জানিয়েছেন ডা. আবু নাসার রিজভী। আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন বলেও জানানো হয়।
আবু নাসের রিজভী বলেন, জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড করা হয়েছে। সেখানে ছিলেন কার্ডওলজিস্ট ডা. ফিলিপ কোহ, ডা. শ্রীবাস্তব কুমার, অশোক কুমার, কিডনি বিশেষজ্ঞ ডা. হু চি কো এবং সং কি মিন।
চিকিৎসক রিজভী বলেন, তারা পাঁচজন মিলে তাকে গভীর নিবিড় পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর আজকে সকালে আমাদের সঙ্গে বসেন এবং তার ফিডব্যাক দেন। প্রথমত তারা গত দুই দিনের বাংলাদেশের চিকিৎসার জন্য প্রশংসা করেন। এখন তার অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে কিন্তু কিডনিতে একটু সমস্যা এবং কিছু ইনফেকশন রয়েছে। আগামী কয়েক দিনের ভেতরে কিডনি সমস্যা এবং ইনফেকশনকে কন্টোল করে বাইপাস সার্জারি করার চিন্তা করছেন তারা। বর্তমানে তার অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে।
রবিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির পর এনজিওগ্রামে কাদেরের হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করার পর তার অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবার অবনতির দিকে যায়। চিকিৎসকরা তখন কৃত্রিমভাবে রক্তচাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন।তথ্যঃ বিডি জার্নাল ।