মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » তৃষা হত্যা: ফুঁসছে এলাকাবাসী
তৃষা হত্যা: ফুঁসছে এলাকাবাসী
এস ডব্লিউ নিউজ।
যশোরে শিশু আফরিন তৃষা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। ঘাতকদের আটকের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৃষার সহপাঠীসহ সর্বস্থরের জনগণ।
তৃষার বস্তাবন্দী মরদেহ উদ্ধারের একদিন পর মঙ্গলবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ধর্মতলা এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। দু’ঘণ্টা অবরোধ করে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে তারা। এলাকাবাসীর পাশাপাশি তৃষার স্কুল কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন কর্মসূচিতে। এসময় সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়।
স্থানীয় বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি।
কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল বসু বলেন, কোন শিশু যেন এমন নিষ্ঠুর নির্যাতনের শিকার না হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পরে পুলিশ জড়িতদের আটকের আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন।
সোমবার সন্ধ্যায় যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার একটি ডোবা থেকে শিশু তৃষার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিশু তৃষা শহরের খোলাডাঙ্গা এলাকার তরিকুল ইসলামের মেয়ে ও কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতাল মর্গে আফরিন তৃষার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের পর শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ফরেনসিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত নয়।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, নিহত তৃষার বাবা অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার করা হবে। হত্যাকারীদের আটকের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।