বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুরে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা
কেশবপুরে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা
এম.আব্দুল করিম,কেশবপুর (যশোর)
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন’কে সামনে রেখে যশোরের কেশবপুরে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, জাতীয়পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানাগেছে, সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট ১২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন, উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) বর্তমান উপজেলা চেয়ারম্যান এইচ.এম. আমীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জাতীয় পার্টি সমর্থিত হাবিবুর রহমান হাবিব। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্নআহবায়ক পলাশ মল্লিক, মাহবুবুর রহমান উজ্জল, কবির হোসেন, সাইদুর রহমান সাঈদ, হাবিবুর রহমান হাবিব, মশিয়ার দফাদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল।
উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, আগামী ৬ মার্চ যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। আগামী ৩১ মার্চ কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।