বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে ৭মার্চের ঐতিহাসিক ভাষন উপলক্ষে চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত
কেশবপুরে ৭মার্চের ঐতিহাসিক ভাষন উপলক্ষে চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত
এম.আব্দুল করিম,কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চিত্রাংকন, ৭ই মার্চের ভাষন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাদেব কুমার সানা, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার প্রমুখ।এ সময় কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এম. আব্দুল করিম, সদস্য মো. আক্তার হোসেন ও সাংবাদিক শহিদুল ইসলাম ও এম এ রহমান উপস্থিত ছিলেন ।