![দোল পূর্ণিমা](https://www.swnews24.com/cloud/archives/2021/03/download4-micro.jpg)
![SW News24](https://www.swnews24.com./cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » হাজারো মানুষের ভালবাসায় নৌকা প্রতিক নিয়ে পাইকগাছায় প্রবেশ করলেন বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ আলী
হাজারো মানুষের ভালবাসায় নৌকা প্রতিক নিয়ে পাইকগাছায় প্রবেশ করলেন বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ আলী
কপিলমুনি,প্রতিনিধি:
হাজার হাজার নেতা কর্মীর ভালবাসায় সিক্ত হয়ে পাইকগাছায় প্রবেশ করলেন প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক নৌকা মার্কার মনোনিত প্রার্থী গাজী মোহাম্মদ আলী । গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় খুলনা থেকে পাইকগাছার প্রবেশদ্বার বাঘ চত্তরে পৌছলে অপেক্ষামান হাজার হাজার নেতা কর্মী ফুলেল শুভেচ্ছা সিক্ত হন । এ সময় হাজার হাজার নেতা কর্মী জয় বাংলা স্লোগানে মূখরীত হয়ে ওঠে তারা স্লোগান দিতে থাকে“ জয়বাংলা জিতবে আবার নৌকা” । এর পর তিনি হযরত জাফর আউলিয়া(রহঃ) এর মাজার জিয়ারত করেন এবং কপিলমুনির কালি মন্দির পরিদর্শন করেন । পরে তিনি পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর গাজী, আওয়ামী লীগনেতা এসএম আয়ুব আলী,পাইকগাছা পুজা উদযাপন পরিষদের সাঃ সম্পাদক আওয়ামীলীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস,হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায় শেখ বেনজীর আহমদ বাচ্চু,কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি যুগোল কিশোর দে, সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, আব্দুল হাকিম গোলদার, নির্মল অধিকারী, জিএম ইকরামুল ইসলাম, গাজী নজরুল ইসলাম,কাজল কান্তি বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম,গাজী মিজানুর রহমান, যুবলীগনেতা এসএম রেজাউল হক, এমএম আজিজুল হাকিম,কপিলমুনি প্রেসক্লাবের সাঃ সম্পাদক আঃ রাজ্জাক রাজু,কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাঃ সম্পাদক রফিকুল ইসলাম খান,গৌরাঙ্গ মন্ডল,ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু,্ইউনুছ আলী মোড়ল,আলমগীর খলিফা,রাজিব গোলদার,সঞ্জয় দাশ,সঞ্জয় মজুমদার, মৃগাঙ্গ বিশ্বাস, আব্দুল গফফার মোড়ল, রবিউল ইসলাম, প্রাণ কৃষ্ণ দাশ, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি ও আজমল হোসেন বাবু,শাহিন কাগজী,মশিয়ার শেখ, সিরাজুল গোলদার,লাভলু গোলদার,মিজান সানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।