বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে প্রাথমিকের সহকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আশাশুনিতে প্রাথমিকের সহকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে সড়কে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সহকারি শিক্ষক বিধান চন্দ্র মন্ডল। আক্তারুজ্জামান পিন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন ইলিয়াস ইকবাল, শরিফুল ইসলাম, সুরভী পারভীন, মনিরুজ্জামান বকুল, দেবু বিশ্বাস, শঙ্কর দাশ, প্রনীতা রায়, নুর জাহান খাতুন স্বপ্না, পিয়ালী ঘোষ, মরিয়ম খানম মুক্তা প্রমুখ। মানববন্ধনে বক্তারা সহকারি শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে বাংলাদেশ আ’লীগের নির্বাচনী ইশতেহার ও নির্বাচন পূর্ব ওডিও ভয়েস্ কলের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গত ৯মার্চ’১৪ তারিখ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবি করেন। শিক্ষকদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকৃত দাবী না মানা হলে পরবর্তীতে বৃহত্তম কর্মসূচী ঘোষণা দেয়ার কথা বলেন। মানববন্ধন শেষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।