শনিবার ● ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » দাকোপে নানা আয়োজনে জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন
দাকোপে নানা আয়োজনে জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন
দাকোপ প্রতিনিধি।
“ কোনো জাল ফেলবো না জাটকা ইলিশ ধরবো না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে দাকোপে জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন হয়েছে।
দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে চালনা পৌর সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ছাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল। মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের সহকারী পরিচালক এস এম বদরুজ্জামান, ইউনিয়ন প্রকল্পের উপ-পরিচালক লুকাস সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা গৌরহরি মল্লিক, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আবুল বাশার, উপজেলা গ্রাম উন্নয়ন কমিটির আহবায়ক দেবব্রত বিশ্বাস প্রমুখ । আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে জাটকা সংরক্ষন সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন ঘোষনা করা হয়।