শনিবার ● ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে আ.লীগ নেতার পানের বরজে আগুন ॥ লক্ষাধিক টাকার ক্ষতি
কেশবপুরে আ.লীগ নেতার পানের বরজে আগুন ॥ লক্ষাধিক টাকার ক্ষতি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পুর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার রাতে আওয়ামীলীগ নেতার পানের বরজে আগুন দিয়ে পুড়িয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে দৃর্বৃত্তরা। সরেজমিনে ও এলাকাবাসি সুত্রে জানাগেছে, উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের পাচারই গ্রামের বজলুর রহমান দফাদারের ছেলে আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান দীর্ঘ ৪/৫ বছর আগে পাচারই ঈদগাহের পশ্চিম পার্শে ৩৩ শতাংশ জমিতে সাত লক্ষ টাকা ব্যায়ে বরজ করে পান চাষ শুরু করে। যা দিয়ে তার সংসার ও পরিবার পরিজনের খরচ মিটিয়ে থাকে।
কিন্তু পরিকল্পিত ভাবে দুর্বৃত্তরা শুক্রবার রাতে ভরা পানের বরজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। যার ফলে ঐ পানের বরজটির এ তৃতীয়াং আগুনে পুড়ে গেছে। এলাকাবাসি বলেন মিজানুর রহমান একজন ভাল মানুষ তিনি এলাকায় শালিশ বিচার করেন। যে কারণে তার অনেকেই শত্রু হয়ে দাড়িয়েছে। সে কারনে কেউ এটা করতে পারে। সাবেক ব্যাংক কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন শালিশ যার পক্ষে যায় সে খুশি হয়, আর যার বিপক্ষে যায় সে শত্রু হয়ে যায়। গোপাল চক্রবর্তী বলেন ইতি পুর্বে দুর্বৃত্তরা বিষ দিয়ে তার গরু মেরে দিয়েছিল। তিনি আরো বলেন সামনে কেউ কিছু বলতে না পারায় পেছন থেকে তার ক্ষতি করার ছেষ্টা করছে। এবিষয়ে মিজানুর রহমান এটা কারা করেছে আমার সন্দেহের তালিকায় রয়েছে। ওদের বিরুদ্ধে আমি আজই থানায় একটি অভিযোগ করবো। অভিযোগের প্রস্তুতি চলছে।