মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন পালিত
কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন পালিত
কেশবপুর(যশোর) প্রতিনিধি।
যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। রোববার দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ , বর্ণাঢ্য র্যালী ,চিত্রাঙ্কন প্রতিযোগিতা , শিশু সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এনামূল হক, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন, ওসি তদন্ত শাহজাহান আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম প্রমুখ। অপরদিকে দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কেশবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিকী বিপুল,কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ,এস এম হাবিবুর রহমান,আমজাদ হোসেন, আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ, যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, ছাত্রলীগ নেতা খন্দকার আব্দুল আজিজ প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান। এছাড়াও বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্ব স্ব স্থানে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন।