বুধবার ● ২০ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » মানিকগঞ্জে ফার্মেসিতে এক লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জে ফার্মেসিতে এক লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জ শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পেল ওষুধ রাখার দায়ে এ জরিমানা হয়।
বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জমান রুমেলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময় শহরের আনিসা মেডিসিন কর্ণারকে ১৫ হাজার, শেফালী মেডিসিন কর্ণারকে ২০ হাজার, মাহী মেডিকেল হলকে ১৫ হাজার ও সীতানাথ মেডিকেল হলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে সঙ্গে অনুমোদনবিহীন ফার্মেসিগুলো সম্পূর্ণ বন্ধ ও অভিযুক্ত ফার্মেসিকে কঠোর সতর্ক করা এবং প্রচুর পরিমাণ লিফলেট বিতরণ হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে সহকারী পরিচালক আসাদুজ্জমান রুমেল বলেন, ভেজাল, নকল ও প্রতারণা রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগীতা করেন- জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এ বি এম শামসুন্নবী পুলিপ, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী।