শনিবার ● ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় এনতাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
পাইকগাছায় এনতাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এনতাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হিতামপুরস্থ এনতাজ আলী স্মৃতি পাঠাগার চত্ত্বরে পাঠাগারের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডঃ জিএ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, আলহাজ্ব এ্যাডঃ আবু সাঈদ, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, সুধাংশু কুমার মন্ডল, প্রয়াত স্পীকার শেখ রাজ্জাক আলীর মেয়ে ডাঃ শাহানা রাজ্জাক, ডাঃ এ্যানা রাজ্জাক, লিনা রাজ্জাক, ডাঃ সিমন আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ দিপঙ্কর সাহা। স্বাগত বক্তব্য রাখেন, শেখ সিদ্দিকুর রহমান মুক্ত। স্বাস্থ্য পরিদর্শক নূর আলী মোড়লের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, নির্মল অধিকারী, এমএম আজিজুল হাকিম, গ্রন্থগারিক কল্লোল মল্লিক, মুরারী মোহন ঘোষ, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল, শেখ আব্দুল আজিজ, ইউপি সদস্য কাজী রবিউল ইসলাম, রিয়াজ হায়দার, রঞ্জিত সাধু, ফয়সাল আহম্মেদ, তানভীর, রাসেল, শান্ত ও নাফিজ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।