রবিবার ● ২৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » সারাদেশ » ভিন্ন পথে নির্বাচনে বিজয়ী হতে চাইলে তিনি ডুমুরিয়া থেকে উৎখাত হবে -জেলা প্রশাসক
ভিন্ন পথে নির্বাচনে বিজয়ী হতে চাইলে তিনি ডুমুরিয়া থেকে উৎখাত হবে -জেলা প্রশাসক
অরুণ দেবনাথ, ডুমুরিয়া প্রতিনিধি
‘যদি কেউ ভেবে থাকে ২ নাম্বারি পথ দিয়ে নির্বাচনে বিজয়ী হবো, তাহলে তিনি ডুমুরিয়া থেকে উৎখাত হবে। প্রধানমন্ত্রী আমাদের কঠোর ম্যাসেজ দিয়েছেন, স্থানীয় গনগণ যাকেই নির্বাচিত করবে তিনিই বিজয়ী হবেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সকল কর্মকর্তারা শতভাগ নিরপেক্ষ ভূমিকা রাখবেন। তা না হলে আমাকেও আইনের আওতায় আনা হবে। জনগণ যাতে ভয় মুক্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য প্রশাসন সব কিছুই করবে। সর্বপোরী কোনো কারণেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক আমি তা চাই না।’ ডুমুরিয়ায় মাদক বিরোধী টাস্কফোর্সের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা প্রশসক হেলাল হোসেন এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বলেন, ‘নির্বাচন হতে হবে ১’শ তে ১’শ ভাগ ফ্রি এন্ড ফেয়ার। কেউ যদি আশা করেন, ব্যালট কাটবো, রাতে সিল মেরে ভোটে জিতবো, মনে রাখবেন নির্বাচনী কেন্দ্রে শুধু ব্যালট যাবে না, ব্যালটের সঙ্গে বুলেটও যাবে। আর আমাদের এই কথা ঠিক থাকে কী না, তা নির্বাচনের ২ দিন পরে আপনারা মিলিয়ে দেখবেন। তাছাড়া যে কোনো মূল্যে ডুমুরিয়াকে মাদক মুক্ত করবোই ইনশাআল্লাহ।’
মাদকের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম’র সভাপতিত্বে গতকাল শনিবার বিকাল ৪টায় ডুমুরিয়ার স্বাধীনতা চত্ত্বরে মাদক বিরোধী টাস্কফোর্সের সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্যদেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমূল হাসান খান, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব, ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান ডা. হিমাংশু বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন তরফদার ও শিক্ষক শফিকুল ইসলাম মোড়ল।