বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » জ্বালানী খরচ কমাতে বায়োগ্যাস ব্যবহার নিশ্চিত করার আহবান -জেলা প্রশাসক মোস্তফা কামাল
জ্বালানী খরচ কমাতে বায়োগ্যাস ব্যবহার নিশ্চিত করার আহবান -জেলা প্রশাসক মোস্তফা কামাল
আহসান হাবিব, আশাশুনি: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, দেশের পরিবেশের উন্নয়ন, যুব সমাজ ও নারী অধিকার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবাবনীয় উন্নয়ন করায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের লক্ষ্যে আগামী ৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন করার ঘোষনা দিয়ে কাজ করে যাচ্ছেন। সে জন্য শহরের সকল সুযোগ সুবিধা প্রতিটি গ্রামে পৌঁছে দিতে ‘আমার গ্রাম, আমার শহর’ গড়ে তোলার লক্ষ্যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সকলকে অবশ্যই প্রযুক্তি নির্ভর হয়ে কাজ করতে হবে। তিনি জ্বালানী খরচ কমাতে বায়োগ্যাস ব্যবহার নিশ্চিত করার আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তুলতে এসডিজি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে আশাশুনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের বাস্তবায়নে দু’দিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাহসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থাপনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিএসআইআর ঢাকা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সী, সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। ইজেক্টর’র মাধ্যমে প্রকল্পের উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে অবহিত করেন, বিসিএসআইআর’র বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, দীপংকর চন্দ্র রায় ও সুমন চন্দ্র দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, সমাজসেবা অফিসার ইমদাদুল হক, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, সম্পাদক জিএম আল ফারুক, আরডিও বিশ্বজিত কুমার ঘোষ, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আবু মুছা, মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, ছাত্র হেলাল উদ্দীন, আনিকা তাবাচ্ছুম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ’র প্রদর্শনী স্টল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তা পরিদর্শন করেন। এবছর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রকৌশলী, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ ১২টি স্টল বসেছে। পরে জেলা প্রশাসক ডিগ্রী পাশকৃত প্রতিবন্ধী খায়রুল ইসলামকে পুনর্বাসনের জন্য ১০ হাজার টাকার চেক প্রদান করেন।