বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » সারাদেশ » আশাশুনির তেঁতুলিয়ায় ভাটা শ্রমিকবাহী বাস উল্টে আহত-২০
আশাশুনির তেঁতুলিয়ায় ভাটা শ্রমিকবাহী বাস উল্টে আহত-২০
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির তেঁতুলিয়ায় ভাটার শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনের অবস্থায় বেগতিক হওয়ায় সাতক্ষীরা, আশাশুনি ও বুধহাটার বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, বুধবার দুপুর ২টার দিকে যশোরের বাগআঁচড়া থেকে আশাশুনির বিভিন্ন এলাকার ভাটা শ্রমিকরা বাড়ি ফেরার পথে কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া বাজারের সংলগ্ন স্থানে শ্রমিক বোঝাই বাস (পাবনা-ব-৩৮৯) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে জামাল গাজীর পুকুরে পড়ে যায়। সাথে সাথে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে পৌছে বড়দল, আনুলিয়া ও খাজরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ভাটায় কাজ করতে যাওয়া শিশু হাসান গাজী, সুমন, শ্রমিক লাভলু, নজরুল, আরিফুল, আঙ্গুর, সোহাগ, তৈয়বুর ও সাহিদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা, আশাশুনি ও বুধহাটার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্যতন আহত ১১ জন স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরে গেছে। এ খবরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ততক্ষনে বাসের ড্রাইভার ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। পুলিশ বাসটি আটক করে আপাতাত কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকারের জিম্মায় ওেরখেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেহ নিহত না হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আহতদের পরিবার সূত্রে জানাগেছে।