বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খেলা » সমাজসেবা বিভাগের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সমাজসেবা বিভাগের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
এস ডব্লিউ নিউজ:খুলনা বিভাগের সরাকরি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে দু’দিন ব্যাপী বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হয়েছে। সকালে এসওএস শিশু পল্লীতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিজ জুয়েনা আজিজ।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আর কোন এতিম অসহায় শিশু পথশিশু হিসেবে বেড়ে উঠবে না। সরকারি শিশু পরিবারগুলোতে যথাযথ পরিচর্যার মাধ্যমে তাদেরকে সমাজের মূল ¯্রােতধারায় আনা হবে।
শিশু পরিবারের বাচ্চাদের ফুলের সাথে তুলনা করে মিজ জুয়েনা আজিজ বলেন, তাদের জীবন হবে নিষ্কলঙ্ক, নিষ্পাপ। উপযুক্ত শিক্ষা গ্রহণের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে তারা যেন বিকাশের সকল সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি শিশু পরিবারের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।
খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরে মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দা সালমা জাফরীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদার, শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কর্মসূচি পরিচালক একেএম ফজলুজ জোহা। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক এ.কে. এম শামিমুল হক ছিদ্দিকী।
বার্ষিক এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় খুলনা বিভাগের সকল শিশু পরিবার, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রসহ মোট ২৩টি প্রতিষ্ঠানের শিশুরা অংশগ্রহণ করছে