বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » দাকোপে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
দাকোপে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি: ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে দাকোপে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমকে সামনে রেখে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগীতায় গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামীর সভাপতিত্বে এবং এমডিভি সুপারভাইজার স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী মোঃ রবিউল ইসলামের পরিচালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, চালনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল গফুর সানা, এমডিভি সুপার ভাইজার স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী আব্দুল সোহবার কবির প্রমুখ। সভায় আগামী ১৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দাকোপের ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভায় একযোগে ৫ দিন ব্যাপি গৃহপালিত ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিষোধক টিকাদান কর্মসূচী বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করা হয়।