মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি » খুলনায় ভূমি সেবা সপ্তাহে ৮১ লাখ টাকা কর আদায়
খুলনায় ভূমি সেবা সপ্তাহে ৮১ লাখ টাকা কর আদায়
এস ডব্লিউ নিউজ:
খুলনা জেলা প্রশাসন আয়োজিত ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলায় মোট ৮১ লাখ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চায়। এজন্য প্রথমবারের মতো দেশব্যাপী এই ভূমি সেবা সপ্তাহ আয়োজন করেছে। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ভূমি অফিসে সেবা গ্রহীতা যেন হয়রানির শিকার না হয়, মানুষ যেন ভূমি অফিসে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
পরে তিনি সেরা করদাতা, সেরা কর আদারকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এই মেলায় নয়টি উপজেলা ভূমি অফিস এবং ৩৪টি তহসিল অফিস অংশগ্রহণ করে।