বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » কৃষি » মুজিবনগর দিবস হল বাঙ্গালী জাতির প্রেরণা………..সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ
মুজিবনগর দিবস হল বাঙ্গালী জাতির প্রেরণা………..সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ
ডুমুরিয়া প্রতিনিধি: সাবেক মৎস্য ও প্রানিসম্পদ নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিনগর দিবস হল বাঙ্গালী জাতির প্রেরণা। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল। আর ওই সরকারের লক্ষ্য ছিল যুদ্ধাহত বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধিশালী দেশে পরিনত করা। কিন্তু আমাদের দুর্ভাগ্য একটি অশুভ শক্তির কালো থাবায় সরকারের সেই স্বপ্ন মলিন হয়ে যায়। ৭৫’র ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করায় গোটা বাঙ্গালী জাতির স্বপ্ন সেদিন মাটি হয়ে গিয়েছিল। কিন্তু ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ ও দিক নির্দেশনা মারতে পারেনি। যা আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধরে রেখেছেন। তাঁর নীতি আদর্শকে সামনে রেখে তিনি এগিয়ে চলেছেন। দেশ আজ দারিদ্র মুক্ত এখন সমৃদ্ধশালী। আর এটা সম্ভব করেছেন আমাদের প্রধানমন্ত্রী। বাহিরের দেশগুলি এখন আমাদের দেশের উন্নয়ন নিয়ে প্রসাংশা করে। এখন আমাদের লক্ষ্য হবে জাতির পিতার আদর্শ আর প্রধানমন্ত্রীর নেতৃত্বকে ধরে রাখা। গতকাল বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলার অফির্সাস ক্লাবের হলরুমে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নাজমুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) পুষ্পেন দেবনাথ, কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন, মৎস্য অফিসার সরোজ কুমার মিস্ত্রী, শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার জি এম আলমগীর কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমুখ। এরপর তিনি উপজেলার ৭’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করেন। একই অনুষ্টানে তিনি উপজেলার ১৯৪টি প্রাথমিক স্কুলে ডিজিটাল সাউন্ড সিস্টেম ও ২০১ টি স্কুলে মান্টি মিডিয়া প্রজেক্টর বিতরণ করেন।