মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » দাকোপে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ সমাপ্ত
দাকোপে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ সমাপ্ত
দাকোপ প্রতিনিধি:দকোপে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপণী দিনে অটিজম, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী এবং অগ্নি-নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামীর সভাপতিত্বে এবং পরিসংখ্যানবিদ এনায়েত আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওযাদুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনার অগ্নি-নির্বাপন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ডাঃ সাইফুদ্দীন আহম্মেদ, ডাঃ তোফাজ্জেল হোসাইন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, স্বাস্থ্য পরিদর্শক অহিদুজ্জামান, সিনিয়র নার্স হালিমা খাতুন, অগ্নি-নির্বাপন কর্মকর্তা আব্বাজ উদ্দিন প্রমুখ। সভাশেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অগ্নি-নির্বাপন মহড়া ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর মাধ্যমে সেবা সপ্তাহের সমাপ্তি ঘোষনা করা হয়।