মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরে ওয়ান-ডে ওয়ান ওয়ার্ড কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কেশবপুরে ওয়ান-ডে ওয়ান ওয়ার্ড কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রবিবার সকালে ওয়ান-ডে ওয়ান ওয়ার্ড কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের তিন তিনবার নির্বাচিত শ্রেষ্ঠ এস এম সির সম্মানিত সভাপতি মোঃ হারুনার রশীদ বুলবুল বিদ্যালয়ের সুযোগ্যা প্রধান শিক্ষক সুনয়ন পাইনের সহযোগীতায় এই ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। বর্তমান বাংলাদেশ সরকারের পাশা পাশি প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশে প্রথম এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে প্রতাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিন একটি করে বাক্য যদি প্রতিটা শিশু শিখতে পারে তাহলে বছরে ৩৬৫ টি বাক্য শিখা হবে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালের এমন নির্দেশনা বাস্তবায়নের লক্ষে এই ব্যতিক্রমী প্রতিযোগিতা আয়োজন করে বিদ্যালয়ের। বিদ্যালয়ের এস,এম সির সম্মানিত সভাপতির শিক্ষাবান্ধব নানামুখী কার্যক্রমের ফলে বিদ্যালয়টি সারা বাংলাদেশে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। এছাড়া শিশু বরণ, শিশু স্বাস্থ্য, ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ, উঠান বৈঠাক সহ পাড়ায় মহল্লায় সেমিনারের মাধ্যমে শিশুর মা-বাবাদের সচেতনতার মাধ্যমে গ্রামের শিশুদের শহরের পরিবেশের মত লেখা পড়া শেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি শিশুদের জন্য একটি সংস্থা করে যশোর জেলা তথা খুলনা বিভাগে আড়োলন সৃষ্টি করেছেন।