শনিবার ● ২৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » মিডিয়া » পাইকগাছা থেকে প্রকাশিত হচ্ছে কমিউনিটি পত্রিকা ‘মালোপাড়া’
পাইকগাছা থেকে প্রকাশিত হচ্ছে কমিউনিটি পত্রিকা ‘মালোপাড়া’
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা থেকে প্রকাশিত হচ্ছে কমিউনিটি পত্রিকা। পত্রিকার নাম ‘মালোপাড়া’।
পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামে বোয়ালিয়া কপোতাক্ষের তীরে অবস্থিত এই মালোপাড়া। মাছ ধরেই যাদের জীবিকা। কপোতাক্ষের ভাঙন সহ নানামুখী সংকটে তাদের জীবন। মৌসুমে মাছ ধরতে যায় বঙ্গোপসাগরে। ৪/৫ মাস সুন্দরবনে দুর্বলার চরে অস্থায়ী বসতি তৈরি করে অবস্থান নেয়। বাকিটা সময় বসেই কাটায়। কেউ কেউ করে ক্ষুদ্র ব্যবসা। এভাইে এগোচ্ছে মালোপাড়ার বাসিন্দারা। ভাগ্য পরিবর্তনে তারা সংগ্রাম করেই চলেছে। মালোপাড়ার বাসিন্দারা এবার উদ্যোগ নিল কমিউনিটি পত্রিকা প্রকাশের। পত্রিকা প্রকাশ উপলক্ষে ২৬ এপ্রিল শুক্রবার মালোপাড়া মন্দির প্রাঙ্গনে এক প্রস্তুতি সভা সুশান্ত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমন্বয় করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। পত্রিকার সম্পাদক সুশান্ত বিশ্বাস নিজেও মৌসুমে মাছ ধরেন, অন্য মৌসুমে পোল্ট্রির ব্যবসা করেন। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অসীম বিশ্বাস, পলাশ বিশ্বাস, চিরঞ্জীব বিশ্বাস, অমিত বিশ্বাস, পরিমল বিশ্বাস, বিজয় বিশ্বাস, হৃদয় বিশ্বাস, গোপাল বিশ্বাস, তারক বিশ্বাস, দুর্জয় বিশ্বাস, সজীব সরকার, দিলিপ বিশ্বাস, বিজন বিশ্বাস, চন্দনা বিশ্বাস, জ্যোতি বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, সম্পা বিশ্বাস ও সুজন বিশ্বাস। মে মাসের শেষে বের হবে পত্রিকাটি। এ উপলক্ষ্যে সকলেই লেখা তৈরীতে ব্যস্ত রয়েছেন।