সোমবার ● ৬ মে ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছেঃ খুলনা সিটি মেয়র
আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছেঃ খুলনা সিটি মেয়র
এস ডব্লিউ নিউজ: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু
কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও দারিদ্র বিমোচনের ক্ষেত্রে
অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারই নির্দেশিত পথ ধরে দেশ সামনের
দিকে এগিয়ে যাচ্ছে। তিনি নারীর ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধি করেছেন এবং
অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার
উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।
সিটি মেয়র সোমবার বিকেলে নগরীর ২২নং ওয়ার্ডস্থ ওয়াটার
ট্রিটমেন্ট প্লান্ট চত্বরে আয়োজিত প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে
আর্থ-সামাজিক তহবিলের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তৃতায় এ কথা বলেন। কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত প্রান্তিক
জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ অনুদান বিতরণ করা হয়।
সিটি মেয়র আরো বলেন, সরকারের এ কর্মসূচীর ধারাবাহিকতায়
কেসিসিও নগরীর দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষা এবং দারিদ্র বিমোচনের
লক্ষ্যে বাণিজ্যিক কার্যক্রমে সহায়তা প্রদান করে আসছে যা সামাজিক ও
অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখবে। দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-
সামাজিক অবস্থার উন্নয়নে এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে সিটি
মেয়র উল্লেখ করেন।
অনুষ্ঠানে সিটি মেয়র শিক্ষা সহায়তা বাবদ প্রকল্পের সুবিধাভোগী ২’শ
৮৪ জন শিক্ষার্থীকে ১৫ লক্ষ ৩৪ হাজার ৫৩ টাকা এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার
জন্য ১’শ ৯৫ জনকে ১৫ লক্ষ ১ হাজার ৫’শত টাকা বিতরণ করেন।
কেসিসি’র কাউন্সিলর আবুল কামাল আজাদ বিকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে
স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের টাউন ম্যানেজার মোস্তফা মিয়া। অন্যান্যের
মধ্যে প্রকল্পের সদস্য সচিব ও কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল
জব্বার, ২২নং ওয়ার্ড সিডিসি ক্লাস্টার জিন্নাত আরা সহ প্রকল্পের
কর্মকর্তা ও সিডিসি’র সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।