সোমবার ● ৬ মে ২০১৯
প্রথম পাতা » সর্বশেষ » আশাশুনিতে অটিজম ও এনডিডি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনিতে অটিজম ও এনডিডি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনিতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ হলরুমে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি)’র আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। শিক্ষা মন্ত্রনালয়, ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ (চঃদাঃ) মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় অসিম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, এমপি প্রতিনিধি প্রভাষক শুম্ভুজিৎ মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পুজা উদযাপন পরিষদের সভাপতি নীল কন্ঠ সোম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলী প্রমূখ। উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও কলেজের প্রধানদের অংশগ্রহনে কর্মশালায় ইজেক্টর মেশিনে বড় পর্দায় অটিজম সম্পর্কে অবহিত করেন, সহকারি অধ্যাপক মনিরুল ইসলাম ও ফারুক হোসেন।