সোমবার ● ৬ মে ২০১৯
প্রথম পাতা » বিবিধ » দাকোপে আলোচীত সেই শিশু ফণী জেলা প্রশাসকের পক্ষ থেকে পেল বিশেষ উপহার
দাকোপে আলোচীত সেই শিশু ফণী জেলা প্রশাসকের পক্ষ থেকে পেল বিশেষ উপহার
আজগর হোসেন ছাব্বির,দাকোপ:যে কোন প্রাকৃতিক দূর্যোগ মানুষের জীবনে অভিশাপ হয়ে দেখা দেয়, কিন্তু সেই দূর্যোগ যদি কারো জীবনে আর্শিবাদ হয়ে আসে তাহলে সেই ব্যক্তি বা পরিবারের আর খুশীর সীমা থাকেনা। তেমনই এক আতংকময় পরিবেশে জন্ম নেওয়া দাকোপের ফণী আকতার হয়ত তার পরিবারে শুধু হাসি ফুটিয়ে তোলেনি। মায়ের কোল পূর্ন করার পাশাপাশি পরিবারের জন্য হয়ে উঠেছে আর্শিবাদ।
ঘূর্ণিঝড় ফণীর দূর্যোগময় রাতে দাকোপ সদর চালনা পৌরসভাধীন মাসুম সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া রেশমী বেগমের কোল আলোকিত করে প্রতিকুল পরিবেশে জন্ম নেয় এক কন্যা শিশু। দূর্যোগের সাথে মিলিয়ে তার নাম রাখা হয় ফণী আক্তার। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সুত্রে জানা যায়, গত ৩রা মে শুক্রবার উপজেলার চালনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কথিত মামার দোকানের কর্মচারী মৃত আবুল গাজীর পুত্র মাসুম গাজী গর্ভবতী স্ত্রী রেশমী বেগমকে নিয়ে ঝড়ের কবল থেকে বাঁচতে মাসুম সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়। ওই দিন সন্ধ্যার পূর্বে রেশমীর প্রসব বেদনা উঠলে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অন্যান্য মহিলা ও উপজেলা সহকারী কমিশার ভূমি ডাঃ সঞ্জীব দাশের সহযোগীতায় রেশমীর কোল জুড়ে আসে নবজাতক শিশুটি। এমন খবর জানতে পেরে খুলনা জেলা প্রশাসক মোহম্মাদ হেলাল হোসেনের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ গতকাল সোমবার বিকাল ৫টায় রেশমীর বাড়ীতে শিশুটিকে দেখতে যান। এ সময় তিনি জেলা প্রশাসকের পক্ষে থেকে দেওয়া কিছু নগদ টাকা, নতুন পোশাক তুলে দেন ফণীর পরিবারের হাতে। এ ছাড়া ১ লক্ষ টাকা মূল্যের একটি বাড়ী তৈরী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের এমন ঘোষনায় অসহায় পরিবারে বইছে খুশীর বন্যা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ সঞ্জীব দাশ, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, স্থানীয় কাউন্সিলর আয়ুব আলী কাজী, দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা প্রমুখ।