সোমবার ● ৬ মে ২০১৯
প্রথম পাতা » সারাদেশ » দাকোপে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে রামকৃষ্ণ সেবাশ্রমের মন্দির ও আশ্রয়স্থলের ২টি ঘর বিধ্বস্ত
দাকোপে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে রামকৃষ্ণ সেবাশ্রমের মন্দির ও আশ্রয়স্থলের ২টি ঘর বিধ্বস্ত
দাকোপ প্রতিনিধি: দাকোপে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে আত্ম-মানবতার সেবায় নিয়োজিত পোদ্দারগঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের মন্দির ও ভক্তদের আশ্রয়স্থলের ২টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আশ্রমের প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে ঘুরে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন সুত্রে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘুর্ণিঝড় ফণী গত শুক্রবার গভীর রাতে দাকোপে আঘাত হানে। এ সময় বয়ে যাওয়া ঝড়ো হাওয়ার আঘাতে উপজেলার পোদ্দারগঞ্জ বাজার সংলগ্ন চুনকুড়ি নদীর পাড়ে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের মন্দির ঘরের টিনের চাল, আসবাব পত্র ও আশ্রমের ভক্তদের আশ্রয় ঘরের টিনের চালসহ আসবাবপত্র ঝড়ে বিধ্বস্ত হয়। এ ঘূর্ণি ঝড়ে আশ্রমের ২টি ঘর বিধ্বস্ত হওয়ায় প্রায় ৩ লক্ষাকিট টাকা ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আশ্রমের সাধারণ সম্পাদক পরিতোষ সরদার জানায় দীর্ঘ প্রচেষ্টায় তীলে তীলে গড়ে ওঠা আশ্রমটি ফণীর আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ায় ভক্তবৃন্দ হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে সেখানকার ভক্ত বিশ্ব নাথ মোড়ল, শীতল চন্দ্র ,শংকর মোড়ল, তাপস রায়, উদয় সংকর বিশ্বাস. বিশ্বজিত রপ্তান জানায়, উপজেলার দাকোপ ইউনিয়নের পোদ্দারগঞ্জ বাজার এলাকায় চুনকুড়ি নদীর পাড়ে অবস্থিত রামকৃষ্ণ সেবা আশ্রমটি ২০০৬ সালে ঢাকা শ্রী শ্রী রাম কৃষ্ণ সেবাশ্রমের অনুমতি ক্রমে আত্ম-মানবতার সেবায় প্রতিষ্ঠিত হয়। যার রেজিঃ নং- ১৪৬১/২০১২। কিন্তু নদী ভাঙ্গন ও দূর্যোগপ্রবন এলাকায় হওয়ায় বর্তমানে অধীক ঝুকিতে রয়েছে আশ্রমটি। এ অবস্থায় আশ্রমটি রক্ষায় স্রষ্টার কাছে প্রার্থনা এবং সরকারের কাছে আর্থিক সহযোগীতার দাবী জানাচ্ছি। একই সাথে তারা ঘনবসতিপূর্ন ওই স্থানে প্রতিনিয়ত দূর্যোগ মোকাবেলায় মন্দির কাম সাইক্লোন শেণ্টার নির্মানের দাবী জানিয়েছেন।