শনিবার ● ১১ মে ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনিতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনিতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মাহমুদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থাপনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিট্রেড সজল মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, ইউএইচই ডাঃ অরুন কুমার ব্যানার্জী, প্রানী সম্পদ অফিসার ডাঃ মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি অফিসার (চঃদাঃ) রাজিবুল হাসান, প্রকৌশলী আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার সামসুন্নাহার, এমপি প্রতিনিধি প্রভাষক শুম্ভুজিৎ কুমার মন্ডল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিল, সম সেলিম রেজা মিলন, দীপঙ্কর কুমার সরকার দীপ, আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, যুব উন্নয়ন এসএম আজিজুল হক, একাডেমিক (মাধ্যমিক) সুপারভাইজার হাসানুজ্জামান, ছাত্র মোস্তাফিজুর রহমান, তমালিকা বিশ্বাস, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোক। কর্মশালায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মাহমুদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা প্রজেক্টর মেশিনে ২০১৬ থেকে ২০৩০ সাল মেয়াদের বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রা ও ২৩২টি সূচক সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। সবশেষে টেকসই উন্নয়নে ১৭টি অভীষ্টের বাঁধা ও উত্তরনের উপায় সম্পর্কে বিভিন্ন গ্রুপ ওয়ার্ক করা হয়।