রবিবার ● ১২ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় ছেলে ধরা রোহিঙ্গা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ডুমুরিয়ায় ছেলে ধরা রোহিঙ্গা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ডুমুরিয়া প্রতিনিধি: ছেলে ধরা রোহিঙ্গা সন্দেহে গত শুক্রবার রাত সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের কাঠালিয়ার বাজারে ৬৫ বছর বয়সি এক বৃদ্ধকে উত্তেজিত এলাকাবাসী মারপিট করে মেরে ফেলেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা জেলার বিভিন্ন অঞ্চলের মতো ডুমুরিয়া উপজেলার সর্বত্র ‘রোজিঙ্গারা সম্প্রতি বোরখা-সহ নানা ধরণের সাজ পরে এলাকায় এসে ছেলে-মেয়ে ধরে নিয়ে যাচ্ছে’ এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে। এরফলে কোনো কোনো এলাকায় রাত জেগে পাহারাও দেওয়া হচ্ছে। সমাজের সব মানুষের মুখেই এখন এক আতঙ্ক, রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে এসে আমাদের ছেলে-মেয়ে ধরে মাথা কেটে নিয়ে যাচ্ছে।
এমনই এক গুজবের সুত্র ধরে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাগুরখালি ইউনিয়নের কাঠালিয়া বাজারে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ চলাফেরা করছিল। এ সময় বাজারে কতিপয় দোকানদারসহ স্থানীয় জনতা তাকে রোহিঙ্গা সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিন্তু বৃদ্ধটি সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে বেধড়ক মারপিট ও অমানুসিক নির্যাতন করা হয়। মার-ধরের এক পর্যায়ে বৃদ্ধকে মৃত অবস্থায় মধু মন্ডলের দোকানের পাশে ফেলে দিয়ে হামলাকারীরা চলে যায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে মাগুরখালি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, বেশ কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে রোহিঙ্গারা এসে বোরখা বাহিনী, শিশুধরা-সহ নানা প্রকার উৎপাতের গুজব চলছে। এলাকাবাসী পাগল বা অপরিচিত কাউকে দেখলেই তাকে ধরে মারপিট করছে। এরই জের ধরে কাঠালিয়ার বাজারে অপরিচিত ওই বৃদ্ধকে পিটিয়ে মেরে ফেলেছে একদল উত্তেজিত জনতা। আমরা প্রশাসনের পক্ষ থেকে বার বার বলছি, অপরিচিত কাউকে দেখলে আইন নিেেজর হাতে তুলে না নিয়ে পুলিশের নিকট সোপর্দ করেন। এখন যেহেতু তারা আইন হাতে তুলে নিয়েছে, তাই পুলিশ বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি। আর এ ঘটনায় জড়িত কাঠালিয়া গ্রামের মৃত খোকন মন্ডলের ছেলে মধু মন্ডল(৩০) ও সাহসের ঘোষগাতি গ্রামের মিলন মোড়লের ছেলে মেহেদী হাসান(২৫)কে আটক করা হয়েছে।