মঙ্গলবার ● ১৪ মে ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আশাশুনি মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ শাস্তির দাবীতে মানববন্ধন
আশাশুনি মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ শাস্তির দাবীতে মানববন্ধন
আশাশুনি : আশাশুনিতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সদর ইউনিয়ন গড়ার লক্ষ্যে মাদক সেবী ও বিক্রেতা, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জনতা ব্যাংক মোড়ে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি সম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সম্পাদক রনজিত কুমার বৈদ্য, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আশুতোষ রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, সমাজসেবক জহুরুল ইসলাম, শ্রমিকলীগের সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ইউপি সদস্য শাহিনুর ইসলাম, তারিকুল আওয়াল সেজে, রোজিনা পারভীন ময়না, মিজানুর রহমান, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, ডাঃ নলিনী রঞ্জন মন্ডল, তবিবুর রহমান তৈবার প্রমুখ। যুবলীগ নেতা এমএম সাহেব আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন আশাশুনির মাটিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ থাকবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক বিক্রেতা যত শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। বাজারের কোন ব্যবসায়ীর নিকট চাঁদা দাবী করলে সঙ্গে সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে। বাজারের ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন সে জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মানববন্ধনে আশাশুনি সদর বাজারের সকল ব্যবসায়ীরা ৩০ মিনিট দোকান বন্ধ রেখে মানববন্ধনে অংশ গ্রহন করতে দেখাগেছে।