রবিবার ● ৯ জুন ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » মুখে নৌকা ধারনকারীদের বর্জন করে বুকে ধারনকারীদের মূল্যায়ন করতে হবে
মুখে নৌকা ধারনকারীদের বর্জন করে বুকে ধারনকারীদের মূল্যায়ন করতে হবে
দাকোপ প্রতিনিধি:দাকোপে উপজেলা আওযামীলীগের বিশেষ বর্ধিত সভায় তৃনমুল নেতাকর্মি বিগত উপজেলা নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থানকারী আওয়ামীলীগের বিদ্রোহী অংশকে বিশ্বাস ঘাতক আখ্যায়িত করে বলেন, মুখে নৌকা ধারনকারীদের বর্জন করে বুকে ধারনকারী ত্যাগীদের আগামী সম্মেলনে মূল্যায়ন করতে হবে।
শনিবার সকাল ১০ টায় চালনায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিগত উপজেলা নির্বাচনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিজয়ী উপজেলা চেয়ারম্যান এবং তার অনুসারী অংশটি সভায় অংশ নেওয়ায় নৌকা সমর্থক বিক্ষুদ্ধ তৃনমুল সভায় বিষ্ফোরক মন্তব্য করে নানা বক্তব্য উপস্থাপন করেন। সভায় কামারখোলা ২ নং ওয়ার্ড সভাপতি দীপক রায় বিগতদিনে নৌকা ছিদ্রকারীদের ঠাই না দেওয়ার দাবী জানান। কৈলাশগঞ্জের ১ নং ওয়ার্ড সভাপতি জগন্নাথ রায় বলেন বিশ্বাস ঘাতকদের আজীবন দুরে রাখতে হবে। চালনা পৌরসভার ৭ নং ওয়ার্ড সম্পাদক কাউন্সিলর দেবাশীষ ঢালী নৌকার লেভেল লাগিয়ে ভিন্নদল কারীদের ক্ষমা না করার আহবান জানান। সুতারখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদক অসিত মন্ডল বলেন, নৌকা ছিদ্রকারী মিত্ররুপী শত্রুরা জামায়াত বিএনপি অপেক্ষা ভয়ংকর। অনুরুপ মন্তব্য করে কৈলাশগঞ্জ ইউনিয়ন সভাপতি সরোজিত রায়, বানীশান্তার সম্পাদক পরিমল রপ্তান, কামারখোলা ইউনিয়ন সভাপতি হিমাংশু সরকার, উপজেলা সাংগঠনিক সম্পাদক মিহির মন্ডলসহ অধিকাংশ নেতাকর্মি বলেন, বিশ্বাস ঘাতকদের ক্ষমা করলে দলকে ভারতের কংগ্রেস অথবা পাকিস্থানের পিপলস পার্টির পরিনতি ভোগ করতে হবে। সুতরাং তাদেরকে আর নৌকায় না তুলে সাজা দিতে হবে। তারা আগামী সম্মেলনে নৌকার পরিক্ষিত সৈনিকদের পদায়ন করার জোর দাবী জানান। উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আ’লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সদস্য ও উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা আ’লীগের সহসভাপতি আব্দুল্লাহ ফকির, দীপংকর রায়, সমরেশ ঘরামী, চেয়ারম্যান রনজিত মন্ডল, সত্যেন্দ্রনাথ রায়, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, জেলা পরিষদ সদস্য এ্যাডঃ রজত কান্তি শীল, মিহির মন্ডল, এবিএম রুহুলামিন, সনত কুমার বিশ্বাস, অধ্যাপক দুলাল রায়, মানষ মুকুল রায়, গাজী রবিউল ইসলাম, গাজী আঃ রহিম, দেবব্রত বিশ্বাস, সুভাষ চন্দ্র বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম, তুষার রায়, শিবপদ পোদ্দার, ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আকতার, কে এম কবির হোসেন, এ্যাডঃ চিত্তরঞ্জন সরকার, শেখ শফিকুল ইসলাম আক্কেল, স্বপন সরকার, সরোজিত রায়, মাসুম আলী ফকির, নমিতা বৈরাগী, লিপিকা বৈরাগী, চিত্তরঞ্জন কবিরাজ, অপরাজিতা মন্ডল অপু, সুদেব রায়, পরিমল রপ্তান, এস এম আব্দুল গফুর, শ্রমিকলীগের গোবিন্দ বিশ্বাস, অমারেশ ঢালী, স্বেচ্ছাসেবকলীগের জিএম রেজা, ছাত্রলীগের আজগর হোসেন বাপ্পি প্রমুখ। সভায় স্থানীয় এমপি ও হুইপ পঞ্চানন বিশ্বাস এবং খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের সুস্থতা কামনা করা হয়।