মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় ফলন ধরা শতাধিক কুমড়া গাছ উপড়ে দেয়ার অভিযোগ
ডুমুরিয়ায় ফলন ধরা শতাধিক কুমড়া গাছ উপড়ে দেয়ার অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি:এ কেমন শত্রুতা ! ডুমুরিয়ায় রাতের আধারে এক হতদরিদ্র কৃষকের ফলন ধরা প্রায় শতাধিক কুমড়া গাছ প্রতিহিংসার বশবর্তী হয়ে উপড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
সরজমিনে গিয়ে জানা যায়, ডুমুরিয়ার চুকনগর গ্রামের সামছুর রহমান সরদারের পুত্র মোক্তার হোসেন সরদার দীর্ঘদিন ধরে ঝালকাটি জেলার কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামের মৃত নগেন্দ্রনাথ বর্মনের পুত্র মাখম লাল বর্মনের জমি চুক্তি পত্রের মাধ্যমে বছরে ছয় হাজার টাকা হারি হিসাবে চুকনগর মৌজায় ১৭৭৫ দাগে ১৪ শতক জমিতে ফসল চাষাবাদ করে আসছে। কিন্তু মাখম বর্মনের সাথে চুকনগর রায়পাড়া গ্রামের সুধম রায়ের পুত্র বিন্দাবন রায়ের পূর্ব শক্রতা থাকার কারণে শনিবার রাত আনুমানিক ২টার দিকে মোক্তার হোসেনের হারি নেয়া জমিতে অনাধিকার প্রবেশ করে ফলন ধরা প্রায় শতাধিক কুমড়া গাছ উপড়ে দিয়েছে। এসময় কামরুল সরদার নামে এক ব্যক্তি প্রকৃতির ডাকে বাইরে আসার কারণে জমিতে কুমড়া গাছ উপড়াতে দেখে তাকে হাতে নাতে ধরে ফেলে এবং বিন্দাবন রায়কে জাপটে ধরতে গেলে কামরুলের কাছ থেকে ছাড়িয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ব্যাপারে বিন্দাবন রায়ের ০১৭৭৬-৫৬৪৬৭৮ নং মোবাইল নম্বরে বারবার যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ রির্পোট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।