বুধবার ● ১২ জুন ২০১৯
প্রথম পাতা » মিডিয়া » কপিলমুনিতে দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিলটনের কারামুক্তির দাবীতে মানববন্ধন ও পথসভা
কপিলমুনিতে দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিলটনের কারামুক্তির দাবীতে মানববন্ধন ও পথসভা
কপিলমুনি প্রতিনিধি ঃ দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও খুলনা সংবাদপত্র পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান মিলটনকে হয়রানীমূলক গ্রেফতারের প্রতিবাদ ও অবিলম্বে তাঁর মুক্তির দাবীতে কপিলমুনিতে পাইকগাছা সাংবাদিক জোট এর উদ্যোগে মানববন্ধন ও পথসভা কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় কপিলমুনির প্রধান সড়কের চৌরাস্তা চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন জোটের আহবায়ক প্রকাশ ঘোষ বিধান। দৈঃ খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার পলাশ কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম হেদায়ত আলী টুকু, জোটের যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল গফুর, যুগ্ম আহবায়ক এস এম আব্দুর রহমান, সদস্য এইচ এম এ হাশেম, জি এম আসলাম হোসেন, জি এম এমদাদ, বিশিষ্ট কলামিষ্ট মহাদেব সাধু, স ম ইফসুফ সালাম, মিলন দাশ, মহানন্দ অধিকারী মিন্টু, এইচ এম শফিউল ইসলাম, আঃ সবুর আল আমীন, এইচ এম জিয়াউর রহমান, দীপ অধিকারী, কপিলমুনি কলেজ ছাত্রলীগের সাঃ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০জুন দুপুর ২টার দিকে খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন দুপুরে একটি ব্যাংকে ব্যক্তিগত কাজে যান। সেখানে থাকা অবস্থায় তাকে ফোন করে দেখার করার আগ্রহ প্রকাশ করেন সিআইডির এক কর্মকর্তা। মিলটন দুপুর ২টার দিকে হোটেল সিটি ইনে গেলে তাকে জোর পূর্বক তুলে নিয়ে যায় সাদা পোশাকের সিআইডি পুলিশ। পরে নড়াইল জেলার কালিয়া থানায় সোপর্দ করা হয়। সেখানে তাঁকে একটি মিথ্যা মামলা দেওয়া হয়, ওই মামলা থেকে অবিলম্বে মিজানুর রহমান মিল্টনের মুক্তির দাবী জানান বক্তারা। আরো বলেন, মুক্তি না দিলে আগামীতে সাংবাদিক সংগঠন থেকে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।