শনিবার ● ১৫ জুন ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে দু’দিনের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
আশাশুনিতে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে দু’দিনের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
আশাশুনি : আশাশুনিতে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন সমাজ কর্মী ও উপকারভোগিদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন সমাজকর্মী ও উপকারভোগির অংশগ্রহনে প্রক্ষিক্ষণে গ্রাম কমিটি ও মাতৃকেন্দ্রের ভূমিকা, আর্থ সামাজিক স্কীম গ্রহণ ও বাস্তবায়ন পদ্ধতি, বয়স্কভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নে জন প্রতিনিধিদের ভূমিকা, অনাদায়ী অর্থ আদায়ে আইনগত পদক্ষেপ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, আদায় রেজিস্ট্রার, ক্যাশ বহি, লিখন ও সংরক্ষণ, গ্রামীন দরিদ্র জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন গতিশীল করণে করনীয়, সমাজ উন্নয়নে জাতি গঠনমূলক বিভিন্ন বিভাগের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সমাপনীতে বক্তব্য রাখেন ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরকার, সহকারী পরিচালক হারুন অর রশিদ, উপজেলা সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি অফিসার রাজিবুল হাসান, পঃ পঃ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, পিআইও সোহাগ খান, আরডিও বিশ^জিৎ ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।