বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় সালতা নদীর মধ্যে গড়ে তোলা পাকা স্থাপনাটি ভেঙ্গে দিয়েছে প্রশাসন
ডুমুরিয়ায় সালতা নদীর মধ্যে গড়ে তোলা পাকা স্থাপনাটি ভেঙ্গে দিয়েছে প্রশাসন
ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় খাদ্যগুদামের পাশে পানি উন্নয়ন বোর্ড ও সালতা নদীর সীমানার মধ্যে গড়ে তোলা পাকা স্থাপনা ভেঙ্গে দিচ্ছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হাসান এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।
জানা যায়, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু পানি উন্নয়ন বোর্ড ও সদ্য খনন কৃত সালতা নদীর জায়গা দখল করে গত ২০/২৫দিন পূর্বে সেখানে পাকা ওয়াল নির্মান করেন। খুলনা জেলা প্রশাসকের নির্দেশক্রমে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোঃ শরিফুল ইসলাম। পরবর্তীতে ওই জায়গা সরকারি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে দেখা গেছে সম্পূর্ন জায়গাটি সালতা নদী ও পানি উন্নয়ন বোর্ডের। গতকাল বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে পাকা ইটের দেওয়াটি ভেঙ্গে দেয়া হয়।
এ প্রসঙ্গে ডুমুরিয়া সদরের ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু বলেন, আমি কোন সরকারি জায়গা দখল করেনি। নদী খননের সময় আমার সীমানার পার বেশি খনন করা হয়েছিলো। ফলে বর্ষা মৌসুমে আমার জায়গা নদীতে ভেঙ্গে যাওয়ার আশংকা করা হচ্ছে। আমার জায়গা যাতে না ভাঙ্গে সেকারণে আমি মৌখিক ভাবে ইউএনও সাহেবের অনুমতি নিয়ে প্রটেকশন ওয়াল দিয়েছি। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম বলেছেন প্রটেকশন ওয়াল দেওয়ার বিষয়ে তাকে (বুলুকে) লিখিত বা মৌখিক কোন ধরণের অনুমতি দেয়া হয়নি।