মঙ্গলবার ● ২৫ জুন ২০১৯
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বনবিবির উদ্যোগে পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য উপজেলার বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে।
পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর, মঠবাটী, হিতামপুর ও কপিলমুনি ইউনিয়নের শিলেমানপুর, বিরাশী ও মালথ গ্রামে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পরিবেশ কর্মী নিশাদ সুলতানা মহুয়া, শ্রাবন্তী রায়, মেহজাবিন আক্তার মারিয়া, চিত্ত বিশ্বাস, তাপস রায়, বাবলু শেখ, জগন্নাথ বিশ্বাস ও কওসার আলী।
উল্লেখ্য, পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে প্রায় ৭শ পানির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে প্রায় শতাধিক মাটির পাত্র ভেঙ্গে গেছে। সে সকল গাছের মাটির পাত্র ভেঙ্গে গেছে সে সব গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে।