বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৯
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯পালিত
কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯পালিত
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১১ জুলাই বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা ও পলাশ কুমার মল্লিক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ
আলোচনা সভার আগে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে বিশেষ ক্ষেত্রে অবদান রাখায় (এফ ডব্লিউ এ, এফ ডব্লিউ ভি, এফ ডব্লিউ সি, ইউনিয়ন পরিষদ ও এনজিও) সহ বিভিন্ন ক্যাডাগরিতে পুরুস্কার প্রদান করা হয়।