রবিবার ● ১৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » ১০ বছর পর খুলনার ডুমুরিয়া হাসপাতালে ডেলিভারি অপারেশন চালু
১০ বছর পর খুলনার ডুমুরিয়া হাসপাতালে ডেলিভারি অপারেশন চালু
অরুণ দেবনাথ, ডুমুরিয়া প্রতিনিধি: প্রায় ১০ বছর পর গতকাল রবিবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি অপারেশন চালু করা হয়েছে। এছাড়া রক্তের বিশেষ ধরণের টেস্ট করা অত্যাধুনিক মেশিনও চালু করা হয়েছে।
ডুমুরিয়া হাসপাতাল সুত্রে জানা গেছে, প্রায় ৪ লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র প্রতিষ্ঠান ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২০১০ সালের পর আর কখনও ডেলিভারি অপারেশনের মাধ্যমে নবজাতকের জন্ম হয়নি। সেই অচলাবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য কয়েকমাস আগে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় ডুমুরিয়া-ফুলতলা’র সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম বিশেষ উদ্যোগ গ্রহনের ঘোষণা দেন। ডেলিভারি অপারেশ চালু করতে হাসপাতালের বাইরে থেকে অচেতন করা ডাক্তার ভাড়া করে আনার জন্য অপারেশন প্রতি ১ হাজার করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম। তার পরপরই হাসপাতালে পড়ে থাকা রক্তের বিশেষ ধরণের টেস্ট করার অত্যাধুনিক মেশিনটি চালু করতে খুলনা- ৫ সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ’র সুপারিশে উপজেলা পরিষদ থেকে ২ লাখ টাকা দেওয়ারও ব্যবস্থা করেন। ওই টাকা পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুফিয়ান রোস্তম নিজস্ব উদ্যোগে দ্রুত গতিতে মেশিণটি স্থাপন ও ডেলিভারি অপারেশ চালুর সকল ব্যবস্থা গ্রহন করেন। তারই ধারাবাহিকতায় গতকাল সকাল ১১টায় হাসপাতালের প্যাথোলজি বিভাগে যেয়ে ফিতা কেটে মাননীয় সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ রক্তের বিশেষ ধরণের টেস্ট করা অত্যাধুনিক মেশিনটি চালু করেন। এখানে উল্লেখ্য মেশিনটি চালুর পরপরই প্রথমে মাননীয় সাংসদ, পরে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম, খুলনা বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. সৈয়দ জাহাঙ্গীর হোসেন ও খুলনা’র সিভিল সার্জন ডা. এ.এস.এম আবদুর রাজ্জাক’র রক্তের বিভিন্ন পরীক্ষা করা হয়। এরপরই হাসপাতালের দোতলায় অপারেশ থিয়েটার উদ্বোধন করেন। উদ্বোধনের কিছু সময় পরে আগে থেকে ভর্তি হওয়া গোলনা গ্রামের আসমা বেগমকে ডেলিভারি অপারেশ করে ডা. সুফিয়ান রোস্তম এক নবজাতককে মাতৃগর্ভ থেকে আলো’র মুখ দেখান।
এ প্রসঙ্গে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার বলেন, এমপি ও ইউএনও সাহেবের সহয়তায় যে ডেলিভারি অপারেশ চালু হলে, তা যেনো কোনো অজুহাতে বন্ধ না হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুফিয়ান রোস্তম বলেন, মাননীয় সাংসদ ও উপজেলা নির্বাহী অফিসারের সহয়তা পেয়ে ডুমুরিয়া হাসপাতালে অপারেশন ও রক্ত পরীক্ষার আধুনিক মেশিন যেমন চালু করেছি, তেমনি আগামিতে ডুমুরিয়ার মানুষের সহযোগিতা পেলে তাদের স্বাস্থ্য সেবায় সাধ্যমত সবকিছুই করবো।