শুক্রবার ● ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » সর্বশেষ » আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, র্যালী, পোনা অবমুক্ত ও আলোচনা
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, র্যালী, পোনা অবমুক্ত ও আলোচনা
আশাশুনি : আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ’১৯ উদ্বোধন, র্যালী, আলোচনা ও মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বর থেকে ইউএনও ও সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়। মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে, ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, মৎস্যজীবি সমিতির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। র্যালী পূর্ব উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে বর্তমান সরকারের সময় মৎস্য সেক্টরের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে।