শুক্রবার ● ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
ডুমুরিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
ডুমুরিয়া প্রতিনিধি: ‘‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ শ্লোগান এবং ‘‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ সপ্তাহব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে শহীদ জোয়াবেদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক ও ডুমুরিয়া উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভপতি শাহানাজ হোসেন জোয়ার্দ্দার। উপজেলা কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী। বক্তব্য রাখেন স্থানীয় মৎস্য সম্প্রসারণ কমী ইউপি সদস্য সঞ্জয় বিশ্বাস, মৎস্য চাষি রিতা চৌধুরী, এসএম মেজবাহুল আলম টুটুল, ইউপি সদস্য সরদার আব্দুল হামিদ, সাংবাদিক এস রফিক, আ.লীগ নেতা আসফার হোসেন জোয়ার্দ্দারসহ আরো অনেকে। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরফ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মিশু দে, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তানভির আমহেদ, সহকারী মৎস্য কর্মকর্তা চিত্ত রঞ্জন পাল, আব্দুস সালাম, শেখ ইভান আহমেদ। সভায় বক্তারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছের উৎপাদন বৃদ্ধি, সকল জলাশয়ে পরিকল্পিত মাছ চাষ এবং ফরমালিন ও পুশ মুক্ত উপজেলা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভার পূর্বে ব্যানার ফেষ্টুন ও বাজি বাজনা সহযোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি কর্তৃক ডুমুরিয়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। র্যালীতে উপজেলার চিংড়ি চাষী সমিতি, মৎস্যচাষী, মৎস্যজীবি, মাছ ব্যবসায়ী, ডিপো মালিক, ঘের মালিক, ফিড ব্যাবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র শিক্ষকসহ সমাজের সকল স্তরের মানুষ স্বত;স্ফুর্তভাবে অংশগ্রহন করে। এছাড়া সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে আগামী ২৩ জুলাই মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে