শুক্রবার ● ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনিতে বিজ্ঞান শিক্ষার লক্ষ্যে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনিতে বিজ্ঞান শিক্ষার লক্ষ্যে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনিতে বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তুয়ারডাঙ্গা এইচ,এফ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মৌমাছি বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হোক বিজ্ঞান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতায় আইরিন কিউরী জুলিয়েট দলে অরুনাভ মন্ডল, সুমাইয়া সাদিয়া, লিস মাইটনার দলে সুকুমার বৈদ্য, আল জাকারিয়া, মেরী কিউরী দলের দলনেতা ছিলেন দেবাঙ্গ সানা, তমালিকা বিশ্বাস ও গাটরুড ইলিয়ন দলে দলনেতা ছিলেন আবু জাহিদ। মোট চার দলের ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী লিস মাইটনার দলে সুকুমার বৈদ্য ও আল জাকারিয়াকে ক্রেষ্ট প্রদান করা হয়। বাকী ৬ জন প্রতিযোগিদের ব্রঞ্জের মেডেল প্রদান করা হয়। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মৌমাছি বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সুশান্ত মল্লিক এবং হিসাব রক্ষক মুকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক শ্যামল কুমার বৈদ্য। স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান, সিনিয়র শিক্ষক মঙ্গল চন্দ্র মন্ডল, শহিদুল ইসলাম, মৌসুমি দাশ, আজমল হোসেন, গোবিন্দ চন্দ্র সরকার, অনুপম মন্ডল, কবিতা আচার্য্য, মহাসিনা সুলতানা ও আয়ুব আলী।