মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » সর্বশেষ » সরকারি ভাবে আদিবাসী দিবস পালনসহ বিভিন্ন দাবিতে নড়াইলে সমাবেশ
সরকারি ভাবে আদিবাসী দিবস পালনসহ বিভিন্ন দাবিতে নড়াইলে সমাবেশ
ফরহাদ খান, নড়াইল
সরকারি ভাবে আদিবাসী দিবস পালনসহ বিভিন্ন দাবিতে নড়াইলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি ভাবে আদিবাসী দিবস পালনসহ শিক্ষা, চাকুরির ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা দেয়ার দাবি করেন নড়াইলের আদিবাসীরা। এ সময় তাদের দাবি প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম ও সাংবাদিক সাথী তালুকদার।
জাতীয় আদিবাসী পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কর্মকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নদের চাঁদ মালি, আদিবাসী নেতা কার্তিক সরদার, উজ্জ্বল সরকার প্রমুখ। সমাবেশে আদিবাসী সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশু-কিশোররা অংশগ্রহণ করেন। এদিকে একই দাবিতে আগামি ২৪ আগস্ট শিল্পকলা একাডেমি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান আদিবাসী পরিষদের নেতারা।